সারাদেশ ডেস্ক
নীলফামারীর পলাশবাড়ীতে বাসের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ীর ভবন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম সদরের হরতকি তলা পলাশবাড়ির কেনু শেখের ছেলে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- পলাশবাড়ীর বামনডাঙ্গার আবু তাহেরের ছেলে আশরাফ হোসেন ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মোতালেব হোসেন।
জানা যায়, ডোমার উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় অটোরিকশায় থাকা এক যাত্রী। গুরুতর আহত হয় অপর এক যাত্রীসহ অটোচালক।
আরও পড়ুন : দৌলতপুরে দুই মেম্বার সর্মথকদের মধ্যে সংর্ঘষ, নারী নিহত
নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কিবরিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওডি/এফই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড