• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউপি নির্বাচন : ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে ৫ সহায়ক প্রার্থী

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

০৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৫
পিরোজপুর
ছবি : প্রতীকী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সদর ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থীর রয়েছে। এরমধ্যে ৫ জনই সহায়ক প্রার্থী। অর্থাৎ একই দলের অনুমতি পাওয়া একাধিক প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামীলীগের নৌকা প্রতীক ও জেপির বাইসাইকেল প্রতীক পাওয়া দুই প্রার্থীর মধ্যে।

তারপরও এই দুই দল একাধিক সহায়ক প্রার্থী রেখেছেন কারণ নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য। ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে মার্কা নিয়ে সবাই প্রচারণায় মাঠে নেমেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার নৌকা মার্কা, জাতীয়পার্টি জেপি মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবীর তালুকদারের ছেলে মাসুদ করীম ইমন তালুকদার বাই- সাইকেল মার্কা , ইসলামী আন্দোলনের ছোহরাফ হোসেন মৃধা হাতপাখা মার্কা, আওয়ামীলীগ প্রার্থীর সহায়ক প্রার্থী মো. মিজানুর রহমান আনারস মার্কা, মো. কবির হোসেন চশমা মার্কা, পরিমল চন্দ্র মাঝি টেলিফোন মার্কা এবং জাতীয়পার্টি জেপির সহায়ক প্রার্থী রিপন হাওলাদার ঢোল মার্কা, কবির হোসেন মৃধা দুই পাতা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠ করতে নৌকা ও সাইকেল মার্কার প্রার্থীরা চেয়ারম্যান পদে ৫ জন সহায়ক প্রার্থী দিয়েছেন। সহায়ক প্রার্থী বেশী দেয়ার কারণ প্রতি ভোট কেন্দ্রের বুথে এজেন্ট সংখ্যা বেশী থাকলে ভোট কেন্দ্রে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।

নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত মোবারক আলী হাওলাদার নৌকা ও জাতীয়পার্টি জেপি মনোনীত মাসুদ করীম ইমন তালুকদারের বাইসাইকেল মার্কার মধ্যে।

ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয়পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদ করীম ইমন তালুকদার জানান, প্রার্থী বেশী হওয়ায় ভোট কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট থাকলে নির্বাচনে সুষ্ঠ হতে সহায়ক হবে। যার কারণে প্রার্থী বেশী দেওয় হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড