• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে বাসচালকের বিরুদ্ধে মামলা

  সারাদেশ ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২১, ১৭:১২
চট্টগ্রাম
দুর্ঘটনা কবলিত অটোরিকশা (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ট্রেন-বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় চালককে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বাস চালকে অজ্ঞাত আসামি করে রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) সাড়ে ১০টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসছিল ডেমু ট্রেন। জাকির হোসেন সড়কের পূর্ব দিক থেকে ৭ নম্বর রুটের একটি বাস এসে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ডেমু ট্রেনের দিকে ঠেলে দেয়। ফলে ট্রেনের নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। দুর্ঘটনায় আহত হন ৮ জন যাত্রী।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড