• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ম নিয়ে রাজনীতিকারীদের রুখে দিতে হবে : ডা. মুরাদ

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

০৪ ডিসেম্বর ২০২১, ১৯:২৬
সভা
সভায় বক্তব্যকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি : অধিকার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগের সকল নেতাকর্মী মিলে আমরা ৭২ সালের সংবিধানেই ফিরে যাব। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে দেব না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় তাদের রুখে দিতে হবে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে কামালপুর মুক্ত দিবস উপলক্ষে উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এ ছাড়া আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব জামালপুর উন্নয়ন কমিটি আহ্বায়ক ড. জাফর উদ্দীন ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আব্দুল সামাদ।

আরও পড়ুন : কাপাসিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোর্শেদা জামান, জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বার হাজী জহুরুল হক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বসির আহম্মেদসহ জেলার অন্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড