• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোনাবাড়িতে পোশাক কারখানায় আগুন

  সারাদেশ ডেস্ক

৩০ নভেম্বর ২০২১, ১৪:০৪
গাজীপুর
আগুন নেভানোর কাজ চলছে (ছবি : সংগৃহীত)

গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে জরুন এলাকার রিপন গার্মেন্টসে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুরে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌।

তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

কারখানার শ্রমিকরা বলেন, পাঁচ তলা কারখানার নিচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন বলে জানান তারা।গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌।

তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

কারখানার শ্রমিকরা বলেন, পাঁচতলা কারখানার নিচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন বলে জানান তারা।

ওডি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড