• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হবিগঞ্জে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী বহিষ্কার

  মো. কাউছার আহমেদ, হবিগঞ্জ

২৬ নভেম্বর ২০২১, ১৩:২৩
হবিগঞ্জে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী বহিষ্কার
লিখিত বহিষ্কার । ছবি : অধিকার

হবিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের বাহিরে কাজ করার অভিযোগে ২৫ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগির চৌধুরী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা জেলা আওয়ামী লীগের সদস্য মীর জালাল, জেলা আওয়ামী লীগ না কয়সর আহমেদ, আমিরুল ইসলাম, আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সেবলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবুল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগরে সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ।

নবীগঞ্জ উপজেলা: পূর্ব ভাকৈর ইউনিয়নের সহ-সভাপতি খালেদ মোশারফ, সদস্য মেহের আলী মহালদার, আওয়ামী লীগ নেতা জায়েদ উদ্দিন, যুবলীগ নেতা নোমান হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিন নিজাম, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামী লীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু, আওয়ামী লীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ।

আজমিরীগঞ্জ উপজেলা : আজমিরীগঞ্জ আওয়ামী লীগের প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, জলসুখা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার প্রমুখ।

আরও পড়ুন : জয়পুরহাটে ৫৩ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা

তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড