• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোলার উল্টে জমিতে পড়ে যুবকের মৃত্যু

  রেজা রায়হান, পত্মীতলা (নওগাঁ)

২২ নভেম্বর ২০২১, ১৮:২৫
লাশ
লাশ উদ্ধার (ছবি : অধিকার)

নওগাঁর পত্মীতলায় রোলার উল্টে ধানখেতে চাপা পড়ে বুলেট (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে পত্মীতলার আমাইড় ইউনিয়নের দুর্গাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলেট নওগাঁ সদরের চকপ্রসাদ গ্রামের মৃত আকাল মোল্লার ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমাইড় ইউনিয়নের দুর্গাপুর রাস্তায় সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলছিল। সোমবার সকাল ৯টায় নওগাঁ থেকে রাস্তার কাজের জন‍্য রোলারটি আনা হয়। লবি থেকে রোলারটি চলন্ত অবস্থায় নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে পড়ে যায়। এ সময় চালক লাফ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে রোলারের নিচে চাপা পড়ে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় পত্মীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্মীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ১০ টনের রোলার ৪০ মিনিটে চাপা পড়ে থাকা বুলেট নামক যুবককে আমরা উদ্ধার করি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : খুলনায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

তিনি আরও জানান, অত্যাধুনিক যন্ত্র ছাড়া কখনোই ৪০ মিনিটে তাকে উদ্ধার করা সম্ভব হতো না।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড