• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বকশীগঞ্জে কৃষকের মাঝে ব্যারিস্টার সামির সাত্তারের অনুদান প্রদান

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

২০ নভেম্বর ২০২১, ১৫:২১
ছবি : অধিকার

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে অনুদানের নগত অর্থ বিতরণ করেছেন ব্যারিস্টার ছামির সাত্তার।

শুক্রবার ও শনিবার সাধুরপাড়া, কামালপুর ও বগারচর ইউনিয়নে ৪০ জন প্রান্তিক কৃষককে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদান কালে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এমএ সাত্তারের ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার।

এ সময় বক্তব্য রাখেন- সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাবেক প্রধান শিক্ষক নূর মোর্তজা মোল্লা, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগেরর সভাপতি হাসান জুবায়ের হিটলার, নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা মোল্লা । এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মিজানুর রহমান,কাউন্সিলর কামরুজ্জামান সুজন, ভিমল, সোহেল প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী খোকন আকন্দ।

শনিবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নে বৈষ্টমপাড়া পাড়া গ্রামে নব নির্মিত মসজিদ উদ্বোধন করেন ব্যারিস্টার সামির।

ব্যারিস্টার ছামির সাত্তার দৈনিক অধিকারকে বলেন , বন্যা ও খড়ায় বিভিন্ন ভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাই কৃষকদের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা করে অনুদান দিয়েছি। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার, সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। কৃষি খাদ্যের প্রণোদনা ও কৃষি ভর্তুকি দিচ্ছেন। তাই আমি বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছি।

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড