• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীতাকুন্ডে অসংখ্য মানুষ টিকা না পেয়ে হতাশ

  স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০২১, ১৭:৩৭
টিকা নিতে আসা মানুষের ভিড় (ছবি : অধিকার)

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ের আওতাধীন গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার মানুষ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০টি কেন্দ্রে এই ১৫ হাজার টিকা দেওয়া হয়েছে।

সীতাকুন্ড পৌরসভা ও বিভিন্ন টিকা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে আসা মানুষের ভিড়, লোকজনের হুড়োহুড়ি, শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানেনি কেউ। কোনো টিকা কেন্দ্রেই শৃঙ্খলা ছিল না। এদিকে টিকা বরাদ্দের চেয়ে লোকজনের উপস্থিতি কয়েকশ গুণ বেশি হওয়ায় শতশত মানুষ টিকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন : মুঠোফোন না পেয়ে সপ্তম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ দৈনিক অধিকারকে জানান, আমরা ১০টি টিকা কেন্দ্রে ১৫ হাজার ডোজ প্রদান করেছি। বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বুথ ছিল।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড