• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় নিখোঁজের সাতদিন পর শিশুর লাশ উদ্ধার

  রেজাউল করিম রাসেল, কুমিল্লা

১৪ নভেম্বর ২০২১, ১৮:৩৩
প্রতীকী ছবি

কুমিল্লায় নিখোঁজের সাতদিন পর ফাহিমা আক্তার (৫) নামে এক শিশুর অর্ধগলিত লাশ ঝোঁপে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ নভেম্বর) জেলার দেবিদ্ধার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর আকবর সরকারের বাড়ি সংলগ্ন ঝোঁপের পাশের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাচিসাইর এলাকার একটি ঝোঁপে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। এ বিষয়ে দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার বাবা।

স্থানীয়রা জানান, সকালে বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি ব্যাগের খোলামুখে একট পা বের হয়ে থাকতে দেখে কয়েকজনকে ডাক দেন। পরে বাজারের কিছু লোক এসে খালের সেতুর নিচে ব্যাগের ভেতর পা দেখে শিশুর লাশ বলে নিশ্চিত হয়। কাচিসাইর গ্রামে লাশ পাওয়ার খবর শুনে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন এসে লাশ শনাক্ত করেন।

আমির হোসেন বলেন, ‘আমি ট্রাক্টরে কাজ করি। আমার পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। গত ৭ তারিখ বাড়ি থেকে হারিয়ে যায় ফাহিমা। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমার নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। এরপরও তার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।’

আরও পড়ুন : ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে এখানে লাশ ফেলা হয়েছে। ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড