• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৫

  এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ

১০ নভেম্বর ২০২১, ১৬:০৩
ময়মনসিংহ
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি (ছবি : অধিকার)

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন- সিএনজি চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও সালাম নবী (৩৫)। আব্দুস সাত্তার ছাড়া নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন।

আরও পড়ুন : হাটহাজারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিটি যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/এফই/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড