• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  মো. কবির হোসেন, কাপ্তাই, রাঙামাটি

০৪ নভেম্বর ২০২১, ২০:১৫
ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনের একটি মুহূর্ত। ছবি : অধিকার

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে ফায়ার ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাপ্তাই ফায়ার স্টেশনের আয়োজনে ওই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

এ দিন অনুষ্ঠানের শুরুতে প্যারেড গ্রাউন্ডে স্টেশন অফিসার ও ওয়্যার হাউজ পরিদর্শক মো. নূরুল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কন্টিনজেন্ট আগত অতিথিবৃন্দকে সালাম জানানোসহ প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এ সময় প্রধান অতিথি সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সপ্তাহটির তাৎপর্য তুলে ধরে বলেন, পৃথিবীতে প্রাকৃতিক ও গ্রীন হাউস এফেক্টের কারণে বিভিন্ন সময়ে দুর্যোগের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিশেষ অতিথি ইউএনও মুনতাসির জাহান ১৯৯১ সালের দুর্যোগের কথা স্মরণ করে বলেন, সে সময় দুর্যোগ মোকাবিলায় আমাদের কোনো প্রস্তুতি ছিল না বলেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : বেনাপোলে ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের তত্ত্বাবধানে সংক্ষিপ্ত অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন‌ অফিসার মো. আব্দুল মান্নান আনসারীসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড