• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান

  এমদাদুল হক, বকশীগঞ্জ (জামালপুর)

২৭ অক্টোবর ২০২১, ১৩:৪৫
জামালপুর
(ছবি : অধিকার)

জামালপুরের বকশীগঞ্জে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এসো মুক্তিযোদ্ধার গল্প শুনি অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময়কার লোমহর্ষক বিভিন্ন ঘটনার বর্ণনা দেন ও তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ঘটনা সকলের সামনে উপস্থাপন করেন। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ও তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. বশীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. ইয়াকুব, ধানুয়াকামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার প্রমূখ।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড