• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীঘিনালায় সুবিধাভোগীদের গবাদি পশুপালন প্রশিক্ষণ সম্পন্ন

  সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

২১ অক্টোবর ২০২১, ১৬:৫৯
ছবি : দৈনিক অধিকার

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক পরিচালিত ইকোসেক প্রকল্পভুক্ত সুফল ভোগীদের মাঝে গবাদি পশু পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার সুফলভোগী হিসেবে নির্বাচিত ২৪ পরিবারকে দুই দিনব্যাপী এই গবাদি পশু পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (২০ অক্টোবর) ও বৃহস্পতিবার (২১ অক্টোবর) পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জওহরলাল চাকমা ও উপ-সহকারী কর্মকর্তা অলেন কান্তি ত্রিপুরা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক মো. দিদারুল আলম (রাফি)।

পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার সিডিসি সভাপতি প্রিয় রঞ্জণ চাকমা জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমাদের পাড়ায় পশু পালনের প্রশিক্ষণ দেয়ায় সবাই উপকৃত হয়েছে। বাজার থেকে গরু কেনার পর তা কিভাবে লালনপালন করতে হবে সে সম্পর্কে জানা গেছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে কলেজছাত্রকে জোর করে বিয়ে, তরুণীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের মাঠ সংগঠক মো. দিদারুল আলম (রাফি) জানান, দীঘিনালার দুটি গ্রামের ৬০ পরিবারকে অনুদান প্রদানের পাশাপাশি গবাদি প্রাণি পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে করে অনুদানের অর্থে স্ব স্ব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড