• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরে পুলিশ জনতার সংঘর্ষের ঘটনায় আরও এক মৃত্যু

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

১৯ অক্টোবর ২০২১, ২১:৪৬
নিহত
চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবক সাগর। ছবি : অধিকার

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ জনতার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সাগর (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়াল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত সাগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খন্দকার এলাকার বাসিন্দা। পেশায় ট্রাকচালক সাগর হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোড সংলগ্ন এলাকায় থাকতেন।

সাগরের বাবা মো. মোবারক হোসেন জানান, গত ১৪ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই সময় অবস্থার অবনতি হলে সাগরকে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ দিকে, সাগরের মা আমেনা বেগম দৈনিক অধিকারকে বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সুমন মাঝির মেয়ের সাথে বিয়ে হয় সাগরের। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

অন্যদিকে, গত ১৮ অক্টোবর থেকে হাজীগঞ্জে প্রশাসন ঘোষিত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর রাতের ওই সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামের আল আমিন (১৮), চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক বাবলু (২৮) ও রান্ধুনীমুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয় (১৫) ও শামীম (৩৮)।

আরও পড়ুন : উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ দৈনিক অধিকারকে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ৬ মামলায় প্রায় ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। পাশাপাশি ১৫ জনকে আটক করা হয়েছে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড