• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

  কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ

১৯ অক্টোবর ২০২১, ১৪:৫৪
সুনামগঞ্জে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুটের নির্দেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঐহিত্যবাহি যাদুঘর প্রাঙ্গণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধারাসহ জেলা কৃষক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট।

এছাড়াও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হাজি নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এড. আলী আমজদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সদস্য অমল চৌধুরী হাবুল, জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, জেলা কৃষকলীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজীব, পৌর কাউন্সিলর আবাবিল নুর, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাছ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা ভজন পাল, পৌর যুবলীগের সিনিয়র সদস্য হাসানুজ্জামান ইস্পাহানী, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল তাজুদ,জেলা ছাত্র লীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।

নুরুল হুদা মুকুট বলেছেন, সম্প্রীতির এই বাংলাদেশ বিএনপির ইন্দনে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা.অগ্নিসংযোগ,লুটপাঠ ও ধর্ষণের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের রাজপথে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, জাতির পিতার স্বাধীন বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশে কোন স্বাধীনতা বিরোধী রাজাকারদের সম্প্রীতি বিনষ্ট করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাঁগ্রস্থ করতে যারা পেছন থেকে ইন্দন দিচ্ছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে সবাই প্রস্তত থাকার আহবান জানান।

নুরুল হুদা মুকুট বলেন, এই দেশ কোনো গোষ্টি কিংবা এককভাবে কারো নয় এই দেশ ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি অর্জন করা হয়েছে।

তিনি আরও বলেছে, এই দেশে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সেই নিশ্চয়তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন তা সুরক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন : চার মাস যাবৎ অসুস্থ মুক্তিযোদ্ধা, খোঁজ নেয় না কেউ

এই দেশে কোনো স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির রাজাকার আলবদরদের ঠাই হবে না বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড