• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  এসআই সহিদ, কিশোরগঞ্জ

১৮ অক্টোবর ২০২১, ২১:৪৩
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের নিহত বাচ্চু মিয়া ও জসীম উদ্দিন প্রতিবেশী হওয়ায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর বিকেলে মনকর্ষা এলাকায় বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশিদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে কলেজছাত্রকে জোর করে বিয়ে, তরুণীর বিরুদ্ধে মামলা

দীর্ঘ তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড