• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৪০

  কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ

১৮ অক্টোবর ২০২১, ১৯:২৭
দুই পক্ষের সংঘর্ষ
দুই পক্ষের সংঘর্ষ। প্রতীকী ছবি

বিলে বাঁধ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলায় মো. রুহেব মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের অলিখিত উদির হাওর বিলে বাঁধ দেওয়া নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রুহেব মিয়া উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

এ ছাড়া আহতদের মধ্যে কাজল মিয়ার পক্ষের লোকেরা হলেন- সুহেদ মিয়া (৪০), জসিম মিয়া (২৮), ফয়জুল মিয়া (৪২), অন্তর (২০), সুজাহান (২২), আরমান (২৫) ও ফায়িন (৩০), মিলন (২০), নাদের (৩৫), ওয়াহিন (২৬), মোছা. সরি বেগম, মেহেরাজ বেগম (২০), সানোয়ার (৩৮), নেকবর (৩৫) ও আনোয়ার (২৫)। তবে প্রতিপক্ষের আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ দিকে, সংঘর্ষের পর আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের অলিখিত উদির হাওর বিলের পাশে প্রবাসী ও আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজল নুর মিয়ার আপন চাচাতো ভাই মো. রুহেব মিয়ার নিজস্ব জমি রয়েছে। সোমবার বিকালে বিলের পাশে জমিতে বাঁধ দিয়ে ছোট মাছ ধরতে চাইলে প্রতিপক্ষ প্রদীপ রায়ের অলিখিত ওই জলমহালে প্রদীপ রায়ের গ্রুপের বিএনপি থেকে সম্প্রতি যোগদানকৃত শাহ আলম দীপের লোকজন বাঁধা দেয়। ওই সময় রুহেব মিয়ার পক্ষের লোকজন এ ঘটনার প্রতিবাদ করে। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রবাসী কাজল নুর মিয়ার পক্ষে তার আপন চাচাতো ভাই রুহেব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৪০ জন আহত হয়।

আরও পড়ুন : মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

এ ঘটনায় বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

দৈনিক অধিকারকে সংঘর্ষে একজন নিহতের সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড