• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  এস এম ইউসুফ আলী,ব্যুরো প্রধান'ফেনী

১৫ অক্টোবর ২০২১, ০৯:৫৮
ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
লাশ (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর মুহুরীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় তিন শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করতেন। সাজু নামের এক শ্রমিক ছুটিতে গ্রামের বাড়ী জামালপুর যাওয়ার জন্য রওনা হয়।

এ সময় তার তিন সহকর্মী তাকে মহাসড়কে বাসে উঠিয়ে দেওয়ার জন্য ওই সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে তাদের ৪ জনকেই চাপা দেয়। একই সময় সাজুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়ার পরে আরও এক জনের মৃত্যু হয়। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে মহি উদ্দিনকে আটক করা হয়েছে। ঘাতক লরিটিকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড