• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাল্য বিয়ের অপরাধে বর কারাগারে

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

১০ অক্টোবর ২০২১, ০৯:৫৫
বরিশাল
ছবি : প্রতীকী

বাল্য বিয়ের অপরাধে মো. জহিরুল ইসলাম নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ অক্টোবর) রাতে উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

শনিবার (৯ অক্টোবর) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের মাদরাসা পড়ূয়া নবম শ্রেণির শিক্ষার্থী কুলসুম আক্তারকে পার্শ্ববর্তী তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে কনের পরিবার।

বাল্য বিয়ের খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মো. জহিরুল ইসলামকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, পুলিশ শনিবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত বরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড