• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে মারধরের অভিযোগ

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

০৯ অক্টোবর ২০২১, ২১:২৩
দিনমজুর
আহত দিনমজুর জলিল। ছবি : অধিকার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুচ্ছ ঘটনায় জলিল নামে এক দিনমজুরকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাবতলা বাজারের ওই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী দিনমজুর জলিল আমড়াগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচিত প্রার্থী ও পরাজিত প্রার্থীর প্রতিযোগিতার জের ধরে প্রতিহিংসা বিদ্যমান রয়েছে। একটি তুচ্ছ বিষয়কে ইস্যু বানিয়ে ঘটনার দিন পূর্ব বিরোধের রেষারেষির জেরে মারধরের এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনি কর্মী আব্দুল হালিম হাওলাদার জানান, এমপি মহোদয়ের মিটিংয়ে যাওয়ায় ওই দিন মজুরকে অন্য গ্রুপ মারধর করেছে বলে একটি মহল গুজব ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এর কোনো সত্যতা পায়নি। এমপি মহোদয় বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট গণ্যমান্যদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, শিবচরে ২৭ জেলের কারাদণ্ড

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি বিভ্রান্তিকর। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড