• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন

  সাইদুর রহমান রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০৯ অক্টোবর ২০২১, ১৬:৫৯
রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন
বেওয়ারিশ লাশ দাফনের জন্য কবর খোরা হচ্ছে (ছবি : অধিকার)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছায় বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন।

শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সামাজিক কবরস্থানে বেওয়ারিশ লাশটি দাফন কার্যক্রম করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভূলতা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভূলতা ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে আইনি প্রক্রিয়া শেষ করে স্থানীয় ইউপি সদস্য ইসরাফিল হোসেনসহ সামাজিক সংগঠন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের নিকট লাশটি দাফনের জন্য বুঝিয়ে দেয়া হয়। ইউপি সদস্য ইসরাফিল হোসেনসহ সামাজিক সংগঠন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা বেওয়ারিশ লাশটি গোলাকাদাইল কবরস্থানে দাফন করেন।

শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিপ্লব হাসান বলেন, আমাদের প্রতিষ্ঠানটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। কোনো লাশের সংবাদ আমাদের কাছে এলে আমরা পুলিশকে অবহিত করি।

ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে পুলিশ আমাদের বুঝিয়ে দিলে আমরা সম্মানের সাথে সেই লাশ দাফনের ব্যবস্থা করি।

আরও পড়ুন : কৃষিতে আলো ছড়াচ্ছে মান্দার শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘর

তিনি আরও বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সহযোগিতায় গোলাকান্দাইল কবরস্থানে লাশটি দাফন করেছি।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড