• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চৌকিদার জলিল হত্যায় দুইজনের যাবজ্জীবন

  খুলনা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৯
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছার আ‌টিপাড়া বাজা‌রে দুর্বৃত্তের ছোঁড়া গু‌লি‌তে নিহত গ্রাম্য চৌ‌কিদার আব্দুল জ‌লিল হত্যা মামলায় দুই আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌দের দু’জন‌কে পাঁচ লাখ টাকা করে জ‌রিমানা ও অনাদা‌য়ে এক বছ‌রের জেল দি‌য়েছেন আদালত।

বৃহস্প‌তিবার (২৩ সে‌প্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনা‌লের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা ক‌রেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহাদুজ্জামান।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, সাতক্ষীরা জেলার তালা উপ‌জেলার রেজয়ান গোলদা‌রের ছে‌লে শহিদুল গোলদার ও পাইকগাছা উপ‌জেলার শ্রীকণ্ঠপুর গ্রা‌মের সুলতান শে‌খের ছে‌লে আ‌নোয়ারুল শেখ। রায় ঘোষণার সময় আসা‌মিরা পলাতক ছি‌লেন।

আইনজীবীরা জানান, ২০০৪ সালের ২১ জানুয়ারি দুপুরে পাইকগাছা উপজেলার কাটিপাড়া বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এ সময় তিনজন একটি মোটরসাইকেলে ওই বাজারে পৌঁছায়। পুলিশ তাদের তল্লাশি করতে গেলে তারা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে পুলিশের সঙ্গে থাকা চৌকিদার আবদুল জলিল নিহত হন। এ ছাড়া তারা পুলিশের একটি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

এ ঘটনায় এসআই মো. দাউদ শিকদার বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই সাইফুল ইসলাম ২০০৭ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড