• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাইয়ের হাতেই সম্ভ্রম খোয়াল পঞ্চম শ্রেণির ছাত্রী

  এস আই সহিদ, কিশোরগঞ্জ

২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭
ধর্ষণ
ধর্ষণ। প্রতীকী ছবি

কিশোরগঞ্জ রেল স্টেশনের রেস্ট হাউজে নিয়ে নিজের খালাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান সাগর নামে রেলওয়ের এক কর্মচারীর বিরুদ্ধে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দি‌কে এ ঘটনা ঘটে। মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ঘটনাটিতে থানায় মামলা হলেও এখনো অভিযুক্ত সাগর‌কে গ্রেফতার কর‌তে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

অভিযুক্ত সাগর রেলওয়ের প্র‌কৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী। এ ছাড়া নির্যাতনের শিকার মেয়েটি তার খালা‌তো বোন।

পুলিশ জানিয়েছে, ‌সোমবার সন্ধ্যার পর বন্ধুর জন্ম‌দি‌নের অনুষ্ঠানের কথা বলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী‌কে স্টেশন এলাকার বাসা থেকে কিশোরগঞ্জ রেলও‌য়ে স্টেশনের দ্বিতীয় তলায় ভিআইপি রেস্ট হাউজে নিয়ে যায় সাগর। পরে সেখানে নি‌য়ে ভেতর থেকে দরজা বন্ধ ক‌রে দেয়। এরপর রেস্ট হাউজের বাথরুমে হাত-পা বেঁধে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ ক‌রে অভিযুক্ত সাগর।

একপর্যায়ে রাত ৮টার দি‌কে মেয়েটির চিৎকার শুনে জিআর‌পি থানা পুলিশ ও স্টেশনের লোকজন সেখানে গি‌য়ে দরজার ছিটকিনি ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছাত্রী‌কে উদ্ধার ক‌রে। এ সময় রুমের জানালা দি‌য়ে পালিয়ে যায় সাগর। তবে তা‌কে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন জিআর‌পি থানার মোহা. এমদাদুল হক।

আরও পড়ুন : সব বাধা পেরিয়ে সেই বিউটি এখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

কিশোরগঞ্জ রেলও‌য়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জয়নাল মিয়া জানান, লোকজ‌নের হইচই শুনে তারা ঘটনা জান‌তে পারেন। পরে সি‌সি ক্যামেরার ফুটেজে সন্ধ্যার পর সাগর‌কে ওই ছাত্রীটি‌কে নি‌য়ে রেস্ট হাউজে যে‌তে দেখা যায়।

তিনি বলেন, বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হ‌য়ে রাতেই সাগরের নামে রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক‌টি মামলা দা‌য়ের করেছেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড