• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন সদস্য নিহত

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯
নিহত সম্বল চাকমা (ছবি : সংগৃহীত)

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮-এপিবিএনের এক সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া থানার অন্তর্গত শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত এপিবিএন সদস্য এএসআই (সঃ)/৮১২৯ সম্বল চাকমা (৪৩) তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে। বৃহস্পতিবার সকালে ছুটি শেষে বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহনকৃত সিএনজির সামনে হঠাৎ কুকুর চলে আসলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজিটি উল্টে যায়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহত সদস্যের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড