• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপ-নির্বাচন : ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগ প্রার্থী

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩
ছবি : দৈনিক অধিকার

ফেনী সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিজান রোডস্থ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, শেষ দিন সোমবার আওয়ামী লীগের প্রার্থী শুসেন চন্দ্র শীল ছাড়া শেষ সময় পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৭ অক্টোবর ভোটগ্রহণের কথা রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধতা পেলে ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থী শুসেন চন্দ্র শীলকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করছে। তাই বিএনপির কেউ প্রার্থী হননি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতায়ের হোসেন চৌধুরী রাশেদ বলেন, উপ-নির্বাচনে আমাদের দলের প্রার্থী দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগ প্রার্থী শুসেন চন্দ্র শীল বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। এ কারণে অন্য প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে চান না।

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, বিএনপিসহ অন্য দল প্রার্থী দেয়ার মতো লোক খুঁজে পায় না। এ কারণে তারা আবোলতাবোল কথা বলছেন।

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড