• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  হুমায়ূন কবির সূর্য, কুড়িগ্রাম

১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৩
লাশ
বজ্রপাতে নিহতদের লাশ। ছবি : দৈনিক অধিকার

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ঢুষমারা থানায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার অষ্টমিরচর ইউনিয়নের মধ্য বাঁশপাতার গ্রামের তমছর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) ও একই এলাকার হায়দার আলীর ছেলে সোনা মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার পাট ধোয়ার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনজন দিনমজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের নৌকাযোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেন আহত জাহাঙ্গীর হোসেন ও সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সাথে উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদ (৪৫) নামে একজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে পুনরায় তাকে রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন : ট্রাক-মোটরবাইকের সংঘর্ষে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

অস্টমিরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার দৈনিক অধিকারকে বলেন, বজ্রপাতে নিহতরা আমার ইউনিয়নের বাসিন্দা। দিনমজুরি করে তাদের সংসার চলে। বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম দৈনিক অধিকারকে বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড