• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে এনএসআই কর্মকর্তার মৃত্যু

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২
এনএসআই কর্মকর্তার মৃত্যু (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফেনীর উপ-পরিচালক ডিএম ইউসুফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে সকালে তিনি হেঁটে গিয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান মাহমুদ মামুন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের মেয়ে আবিদা তাসকিন ঐশী জানান, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেনাদনা গ্রামে তাদের পৈত্রিক বাড়ি। তবে রাজধানীতে জানাজা শেষে তাকে মোহাম্মদপুরস্থ কবরস্থানে দাফনের পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।

এদিকে এনএসআই কর্মকর্তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তিনি এ কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেন।

আরও পড়ুন : ১৯৯০ সাল থেকে পত্রিকা বিলি করছেন আব্দুল আলিম

এছাড়া তাকে শেষবারের মত দেখতে হাসপাতালে ছুটে যান ফেনী জেলা প্রশাসক সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড