• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীঘিনালায় বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল

  সোহেল রানা, দীঘিনালা

০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭
মিছিল
বিদ্যুৎ লাইন মেরামতের দাবীতে বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়ি দীঘিনালায় বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মিছিলটি উপজেলার কবাখালী বাজার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্যে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

জানা যার, শুক্রবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের বিদ্যুৎ লাইনের ওপর গাছ হেলে পড়ে। এতে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে বার বার বলা হলেও কর্ণপাত করেনি বিদ্যুৎ বিভাগ।

এ ব্যাপারে কবাখালী ইউনিয়নের ইউপি সদস্য মো. সুমন জলিল জানান, শুক্রবার ভারি বর্ষণে বিদ্যুৎ লাইনের ওপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ বিভাগকে বার বার বলার পরও মেরামত করনি। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন : কাপ্তাই উপজেলায় মাছের পোনা বিতরণ

এ ব্যাপারে দীঘিনালা বিদ্যুৎ উপ-কেন্দ্রের বোর্ডের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের জন্য ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড