• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে ফিলিং স্টেশনের টাকা ছিনতাই

  সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪
নারায়ণগঞ্জ
রুপগঞ্জ থানা (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক রিয়েল মিয়ার (২৫) কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার আওখাবো এলাকায় এ ঘটনা ঘটে।

এনকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম মিয়া জানান, রিয়েল মিয়া এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক হিসেবে কাজ করেন। তিনি রবিবার দুপুরে ফিলিং স্টেশনের আমদানির ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ভুলতার সাউথইষ্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিল।

এসময় রিয়েল আওখাবো এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একদল ছিনতাইকারী একটি প্রাইভেটকারে করে এসে তার কাঁধ থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকেসহ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রিয়েল মিয়া পড়ে আহত হন।

এ ব্যাপারে রিয়েল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

আরও পড়ুন : গাজীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড