আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার, (বান্দরবান)
বান্দরবানের রোয়াংছড়িতে র্যাবের অভিযানে আফিম’সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম প্রুথোয়াই অং মারমা (৭০)। সে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচ্ছপতলী পাড়ার পাইং শৈ মারমার ছেলে।
রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলার কচ্ছপতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে আফিম’সহ ওই মাদক কারবারিকে আটক করে র্যাব-৭।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপতলী এলাকায় চট্রগ্রাম র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় প্রুথোয়াই অং মারমা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তিতে মাচাং ঘরের নিচে পলিথিন মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা ৪ কেজি ৩০০গ্রাম আফিম জব্দ করা হয়।
আরও পড়ুন : তালায় বৃদ্ধের আত্মহত্যা
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির জানান, উপজেলার কচ্ছপতলী এলাকায় র্যাব অভিযান চালিয়ে প্রুথোয়াই অং মারমা নামে এক ব্যক্তিকে আফিম’সহ আটক করে থানায় হস্তান্তর করেন। তার বিরোদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওডি/এফই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড