• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে নিখোঁজের ৩ দিন পর বালুর নিচে মিলল শিশুর মৃতদেহ

  অধিকার ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১
প্রতীকী ছবি

সাভারে নিখোঁজের ৩ দিন পর ১০ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম ইয়াসিন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাভারের দেওগাঁও এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর চাঁদপুর থেকে ওই শিশু বাবা-মার সঙ্গে দেওগাঁওতে মামার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকালেই শিশুটি নিখোঁজ হয়।

জানা গেছে, শিশুটিকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের জিডি করেন। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা দেওগাঁও এলাকায় একটি ব্রিজের পাশে বালুর নিচে শিশুটির মৃতদেহ দেখতে পায়। এ সময় স্থানীয় বাসিন্দারা সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিয়ে সাভার মডেল থানার এসআই মো. সুজায়েত জানান, কীভাবে শিশুটির মারা গেল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড