• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠান নিয়ে দায়সারা ভাব 

প্রাণী সম্পদ অফিসের কার্যক্রম নিয়ে অসন্তোষ হুইপ 

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

০৬ জুন ২০২১, ১৩:১৪
dgdfg
ছবি : দৈনিক অধিকার

দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায়ও গত শনিবার দিবসটি পালন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রাণালয়ের অধীনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজনটিতে ছিল যেন দায়সারা ও নয় ছয় ভাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রণালয় থেকে এ প্রদর্শনী নিয়ে বড় অংকের বরাদ্দ থাকলেও গুটিকয়েক খামারীকে নিয়ে নামমাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ নিয়ে মাঠ পর্যায়ে খামারীদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। দায়সারা ভাব নিয়ে এ প্রদর্শনীতে কিছু খামারীকে আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ খামারীরা এ বিষয়ে কিছুই জানেনা। সরকারের খামরীদের উন্নয়নে নানামূখী প্রদক্ষেপ গ্রহণ করলেও মাঠ পর্যায়ে এ প্রকল্পগুলো কতটুকু আলোর মুখ দেখছে তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।

প্রদর্শনীর বাজেট বিষয়ে ফোনে জানতে চাওয়া হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সরকার বিষয়টি বার বার এড়িয়ে গিয়ে বলেন, আপনি আমাদের অফিসে আসেন। চা খেয়ে যান। বাজেটটি ঠিক মনে করতে পারছি না। আপনি অফিসে আসলে দেখে জানাব।

এদিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অফিসের কর্মকর্তারা ঠিক মত কেউ অফিস করেন না। এমনকি তারা মাঠ পর্যায়ে কাজ করার অজুহাতে বিভিন্ন সময় অফিস ফাঁকি দেয়ার অভিযোগ করেন তিনি। হঠাৎ তিনি (হুইপ) প্রাণি সম্পদ দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে জিজ্ঞেস করলে তাদের একজন জানান যে, কর্মকর্তারা মাঠ পর্যায়ে রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে আমার লোক গিয়ে তাদের কোন সন্ধান পায়নি।

সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সুব্রত সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়য়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল খালেক চেয়ারম্যান, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, কাউন্সিলর সরয়ার কামাল রাজিব, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ শফি, কাউন্সিলর মোহাম্মদ বেলাল। প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারের পশু-পাখি প্রদর্শণ করেন।

ওডি/

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড