বরিশাল প্রতিনিধি
ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় ৩১ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার (৮ মার্চ) দুপুরে তাদের এ দণ্ডাদেশ দেন।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালানো হয়। এসময় মেঘনায় ইলিশ আহোরনকারী মোট ৩২ জেলেকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন কিশোর হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার দুপুর ৩টায় ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের ৫টি অভয়াশ্রমে গত ১ মার্চ থেকে টানা দুইমাস ইলিশ নিধন নিষিদ্ধ করা হয়েছে। জাটকা ইলিশকে (১০ ইঞ্চির কম) পরিপূর্ণ হওয়ার সুযোগ করে দিতে মৎস্য অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড