এস এম ইউসুফ আলী, ফেনী
ফেনীতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ মো. গোফরান হোসেন রিপন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৫ মার্চ) জেলার সদর উপজেলার ফতেপুরস্থ স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়।
মাদক কারবারি রিপন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের সালেহ্ আহম্মেদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোর সাড়ে ৫টার দিকে সন্দেহজনক এক ব্যক্তি র্যাবকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে গোফরান হোসেন রিপন নামে ওই ব্যক্তিকে আটক করে।
পরে রিপনের হেফাজতে থাকা একটি পাটের বস্তার ভেতর থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া অন্য একটি বাজারের ব্যাগের ভেতর থেকে আরও ৫ কেজি গাজা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকা।
আরও পড়ুন : কাদের মির্জাকে নিয়ে যা বললেন এমপি একরাম
আটকের সত্যতা স্বীকার করে ফেনীর র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে রিপনকে মাদকসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড