তানভীর আহমেদ হীরা, জামালপুর
জামালপুরে একটি বাগান থেকে সামিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২মার্চ) সকালে শহরের মনিরাজপুর এলাকায় বাইপাস সড়কের পাশে একটি বাগান থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় সামিয়া শহরের হযরত শাহজামাল (রা.) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুস ছফুরের মেয়ে।
পুলিশ জানায়, সকালে শহরের মনিরাজপুরে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের মা জয়নব জানান, সোমবার বিকেলে সামিয়া শহরের মুন্সিপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নিহতের মা জয়নব জানান, সোমবার বিকেলে সামিয়া শহরের মুন্সিপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খোঁজাখুঁজির পরে সকালে লোক মারফত জানতে পারেন শহরের মনিরাজপুর এলাকায় একটি বাগানে সামিয়া নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড