শাহাআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বার চালানো শিখতে গিয়ে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস হোসেন (২০) উপজেলা নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে জুলহাস লাটা হাম্বার চালিয়ে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জুলহাসকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর জুলহাস মারা যান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড