এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম )
চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বেলাল বোয়ালখালী উপজেলার মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়া এলাকার মুন্সি মিয়া সারেং বাড়ীর প্রবাসী বজল আহমদের ছেলে।
নিহতের মামা নুরুল আবছার জানান, ক্রিকেট খেলার জের ধরে বেলালের চাচাতো ভাই মো. ঈদু আলম বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ ঘটনায় বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোর ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে সে মারা যায়।
খবর পেয়ে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষে এখনো মামলা দায়ের করা হয়নি।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড