খান রফিক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারেক হোসেন রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশে মোটর সাইকেলযোগে (নং বরিশাল -হ- ১২-৫৮৮৩) যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫শ গজ দূরত্বে ছিটকে গেলে ঘটনাস্থালেই তিনি নিহত হন।
এ ঘটনায় মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড