আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে আকাশী বনের ভেতর থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা আকাশী বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মতিয়ার রহমান (২৫)। তিনি লালমনিরহাট সদর উপজেলার হরিদেব গ্রামের আব্দুস ছালামের ছেলে। শ্রীপুরের আনসার টেপিরবাড়ী গ্রামের হাজী বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন তিনি।
নিহতের ভাই মফিজুল ইসলাম জানান, নিহত মতিয়ার রহমান প্রতিবেশী শিবলুর অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। মঙ্গলবার এলাকাবাসীর কাছ থেকে বনের ভেতর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের উপস্থিতিতে তার ভাইকে শনাক্ত করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে টেংরা আকাশী বনের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় কাপড়ের রশি পেঁচানো রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড