সারাদেশ ডেস্ক
বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি ৮-১০ টাকা। হিলিতে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২০-২৪ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছিলো। এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলা জাতীয় পণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে নিন্ম আয়ের মানুষের মধ্যে। পেঁয়াজের দাম এ অবস্থায় রাখার দাবি তাদের।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, দুদিন আগেই পেঁয়াজের দাম ৩০-৩২ টাকায় উঠে গিয়েছিল। এতে আমাদের মতো গরিব মানুষ খুব বেকায়দায় পড়েছিলাম। এখন দাম কমে ২০ থেকে ২৪ টাকায় আসায় আমরা বেঁচে গেছি।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী জানান, দুদিন আগে মোকামে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের মণ সাড়ে ৮০০-৯০০ টাকা থেকে বেড়ে একলাফে ১২০০-১৩০০ টাকা হয়ে যায়। বাড়তি দামে কেনার কারণে কেজি প্রতি ১০টাকা করে দাম বেড়ে যায়। বর্তমানে সরবরাহ বাড়ায় পেঁয়াজের মণ ৮০০-৯০০ টাকায় নেমেছে। এতে করে পেঁয়াজের দাম কমে গেছে। এছাড়াও দেশীয় পেঁয়াজের দাম বাড়ার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে, এমন খবরে মোকামগুলোতে যারা অসাধু ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রেখেছিলেন তারাও পেঁয়াজ ছেড়ে দেওয়ার কারণে সরবরাহ বেড়েছে, এ কারণে দাম কমেছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড