সারাদেশ ডেস্ক
সুনামগঞ্জের ছাতকে ধান খাওয়ার অপরাধে একটি গাভীকে দড়ি দিয়ে চার পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার কালারুকা ইউপির রায়সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দিনমজুর মাহমুদুর রহমান বাদী হয়ে ছয়জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় করা অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে ওই গ্রামের দিনমজুর মাহমুদুর রহমানের একটি গাভী একই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে সমরাজ আলীর আমন ধান খেয়ে ফেলে। এ সময় জমির মালিক সমরাজ নেতৃত্বে রশি দিয়ে চার পা বেঁধে ৪/৫ জন মিলে লাঠি দিয়ে গরুটিকে পিটিয়ে ঘটনাস্থলে মেরে ফেলা হয়।
গরুর মালিক মাহমুদুর রহমান জানান, গাভীটি তার একমাত্র সম্বল ছিল। গরুটিকে হত্যা করায় তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ছাতক থানার এসআই আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড