পঞ্চগড় প্রতিনিধি
দেশের সর্বউত্তরের হিমালয় ঘেঁষা জেলা পঞ্চগড়ে বিগত কয়েকদিন ধরে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। এদিকে তাপমাত্রা কমতে শুরু করায় বিপাকে পড়েছেন এখানকার খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাতে ও দিনে শুরুতে ঘন কুয়াশা চারপাশে অন্ধকারে সূর্যের দেখা মিলছে না। ফলে সাধারণ মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে। ফলে সময় মতো কাজে বের হতে পারছে না অনেকেই। তবে তাপমাত্রা বৃদ্ধির পেলেও শীতের তীব্রতা হ্রাস পায়নি। তবে শীতের কামড়ে নাজেহাল অবস্থা জেলার ৫ উপজেলার মানুষ।
প্রান্তিক এ জেলায় শীতের প্রকোপ ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত স্থায়ী থাকে তবে ডিসেম্বর-জানুয়ারি দুই মাস শীতের তীব্রতা বেশী থাকে।
তবে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীতের দাপটে শীত জনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন,সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড