• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার ১০

  ফরিদপুর প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৬
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রাম থেকে দশ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির মালামালসহ ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৭টি মোবাইল ফোন, ১টি সোনার চেইন, দুই জোড়া কানের দুল, ১টি নাকফুল, ৪ ভরি ৮আনা পরিমাণের গলিত সোনা, নগদ ৫৪ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা।

আটককৃতরা হল, ভাঙ্গা উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের হাবিব মুন্সি (৪৫), একই উপজেলার বাররা গ্রামের সুজন সরদার, মুসা বেপারী (৪৫), সালথার বলিভদ্রদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের ইসলাম মোল্যা (৫২), পদ্মবিলা গ্রামের বেলায়েত শেখ (৪৫), গোপালগঞ্জ জেলা সদরের মাটলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), মুকসুদপুর উপজেলার চরবাহারা গ্রামের শহিদুল শেখ, ফেনীর দাগনভুঁইয়ার মেহেদিপুর গ্রামের বদিউল আলম (৫০) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার কেমতলী গ্রামের পলাশ কর (২৮)।

পুলিশ সুপার আরও জানান, গোপালগঞ্জ ও ফরিদপুর ছাড়াও ঢাকার রূপনগর ও পল্লবী এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে একে অপরের দেয়া তথ্যের ভিত্তিতে এসব ডাকাতদের আটক করা হয়। আটককৃতরা ভাঙ্গা থানার ছোট হামিরদী এবং বড় হামিরদী গ্রামের দুইটি ডাকাতি মামলার আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড