• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ ধরা খেল পাচারকারী

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২০, ১০:২৬
আটক
স্বর্ণসহ আটক পাচারকারী (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের ১২০ ভরি ওজনের স্বর্ণসহ আব্দুল জব্বার (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ছোট বলদিয়া গ্রামের পাঁচকবর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল জব্বার নওগাঁ জেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদে বিজিবি সদস্যরা জানতে পারে- উপজেলার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর এলাকা দিয়ে চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় জওয়ানরা ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আব্দুল জব্বারকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে ১২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : নদীর স্রোতে ঘাটে ভেসে আসলো বৃদ্ধের লাশ

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে স্বর্ণসহ আটক জব্বারকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড