• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

  সারাদেশ ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০, ১০:৫২
ছবি : প্রতীকী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরির অভিযোগে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো - পৌর শহরের নয়নগাঁতী গ্রামের ইউনুস আলী (৪৮), রাজা (২৪), এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল জলিল (৫৫), চরশ্রীফলগাঁতীর গ্রামের জেলহক আলী (৫৫) এবং নেওয়ারগাছা গ্রামের আরশাদ আলী (৫৪)।

উপজেলার বড়হর ইউনিয়নের মহড়া গ্রামের কৃষক দেলয়ার হোসেনের বিদ্যুৎচালিত সেচ মোটরের ট্রান্সমিটার চুরি হয়। পরে কৃষক দেলয়ার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে জানান। এর প্রেক্ষিতে সোমবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ট্রান্সমিটার চুরির বিষয়ে হওয়ায় উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেন।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ট্রান্সমিটার চুরি হওয়ায় অভিযোগ পেয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সমিটার চুরি চক্রের অন্যতম সদস্য ইউনুস আলীসহ ৪ জনকে আটক করা হয়। সেইসাথে তার বাড়ি থেকে কৃষকের চুরি হওয়া ট্রান্সমিটার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, এরা বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরির সাথে জড়িত। আটককৃতদের গতকাল মঙ্গলবার দুপুর সিরাজগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড