• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

  সারাদেশ ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩
ছবি : সংগৃহীত

নওগাঁর রানীনগরে কষ্টিপাথরের একটি গণেশমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়গাছা এলাকা থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাদের আটক করেন।

আটক হওয়া তিনজন হলো- রানীনগর উপজেলার ভারনা গ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদ (৩৫), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সাগর পাড়া গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪৭) ও দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফারুক হোসেন (৫০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমেনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার করা হয়। এসময় পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছে মূর্তি পরীক্ষা করার এসিড, হ্যান্ড গ্লাভস, ছোট আয়নাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অবৈধভাবে সংগ্রহ করে তারা বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে রানীনগর থানায় মামলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড