• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেস্টুরেন্টের খাবার খেয়ে হাসপাতালে দেড় শতাধিক পুলিশ, আটক ২

  সারাদেশ ডেস্ক

১০ ডিসেম্বর ২০২০, ১০:৩০
পুলিশ
রেস্টুরেন্টের খাবার খেয়ে হাসপাতালে দেড় শতাধিক পুলিশ, আটক ২ (ছবি : সংগৃহীত)

উপনির্বাচনে দায়িত্ব পালনকালে স্থানীয় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অসুস্থ হয়ে পড়েছেন পুলিশের প্রায় দেড় শতাধিক সদস্য। এ ঘটনায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনকালে তারা স্থানীয় ওই রেস্টুরেন্টের খাবার খেলে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যেই দুইজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে ভর্তিরতদের মধ্যে ৪৮ পুলিশ সদস্য গুরুতর অসুস্থ বলে জানা গেছে।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ফেনী জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

এ দিকে, অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার রাত ১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড