• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলুর ট্রাকে মিলল ফেনসিডিল, আটক ২

  সারাদেশ ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:২৫
আটককৃতরা (ছবি : সংগৃহীত)

রাজশাহীর বাঘা উপজেলায় আলুর ট্রাক থেকে ২৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার বাঘা-ঈশ্বরর্দী সড়কের বানিয়াপাড়া এলাকায় তাদের আটক করা হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

আটকৃতরা হলো- পটুয়াখালী সদর এলাকার মেরাজ খানের ছেলে ট্রাকচালক হুমায়ন কবির (৪৫) ও শরিয়তপুর সদর এলাকার আক্কাছ আলীর ছেলে হেলফার লিটন আলী।

জানা যায়, রাজশাহীর মোহনপুরের ‘দেশ কোল্ড স্টোর’ থেকে ঢাকা মেট্রো-ট-২৪৩৩৪৫ নম্বরের একটি ট্রাকে আলুভর্তি করে বাঘা-ঈশ্বরদী সড়ক দিয়ে পটুয়াখালির আমতলীতে যাচ্ছিল। বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে র‌্যারের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে ট্রাকটির পথরোথ করে তল্লাশি করে। এ সময় আলুর বস্তা থেকে ২৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, র‌্যাবের ইন্সপেক্টর মামুন হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড