• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  গাইবান্ধা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২০, ১৫:২২
বিক্ষোভকারীরা (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল (চিনিকল) লোকসানের অজুহাতে ষড়যন্ত্রমূলক-ভাবে বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে মিল শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা।

বুধবার (২ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চিনিকল প্রাঙ্গণে দফায় দফায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এ সময় শ্রমিক ও কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে।

সমাবেশে আখ চাষি,শ্রমিক ও কর্মচারীরা বলেন, দেশে ৬টি সুগার মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল একটি। তাদের দাবি বন্ধ করতে হলে দেশের সব সুগার মিল (চিনিকল) বন্ধ করতে হবে। শুধু রংপুর চিনিকল বন্ধ করা হলে আখ চাষিসহ শ্রমিক কর্মচারী দুর্বার আন্দোলনের গড়ে তোলার হুমকি দেয়।

মহিমাগঞ্জ রংপুর সুগার মিল শ্রমিক কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা একটি বন্যা কবলিত মন্দা এলাকা। এ জেলায় একটি মাত্র ভারি শিল্প সুগার মিল। আখ মাড়াইয়ের সময় পেরিয়ে যাচ্ছে। তবু কর্তৃপক্ষ মিল চালু করছে না। শ্রমিক কর্মচারীদের কয়েকমাসের বেতন বকেয়া রয়েছে। তার মধ্যে যদি মিল বন্ধ হয়। শ্রমিকদের কষ্টের সীমা থাকবে না। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।

তিনি বলেন, মিল চালু রাখতে আখ চাষি, মিল শ্রমিক ও কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তম আন্দোলনের ডাক দেয়া হবে।

সুগার মিলের (চিরিকল) প্রধান ফটকের সামনে বিক্ষোভে প্রায় কয়েক শতাধিক আখ চাষি, শ্রমিক কর্মচারী এতে অংশ নেয়। বিক্ষোভ শেষে মিলচত্তরে একটি সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে তারা পাঁচ দফা দাবি তুলে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড